নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয়ের সময় চোরাই মালামালসহ চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব। এসময় ৪টি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে সলঙ্গা থানার ধোপাকান্দি হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পাশে এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামীরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সড়াতৈল গ্রামের আবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), রায়গঞ্জের বাশুরিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২১),সলঙ্গার ধোপাকান্দি গ্রামের মুকুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২১), ধোপাকান্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে নুর ইসলাম (২৬), জয়পুরহাটের ক্ষেতলাল থানার ইটাখোলা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইমরান হোসেন (৩৫), দিনাজপুর ফুলবাড়ি থানার রাজারামপুর গ্রামের হাইকুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪), পঞ্চগড় সদর থানার ভুজারীপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০),পশ্চিম মলানী গ্রামের হাফেজ আলীর ছেলে জসিম উদ্দিন (২৪)।
সোমবার দুপুরে র্যাব-১২'র কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পণ্য (রড, ধান, চাল) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকার মহাসড়কের স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকান ঘরে কালো কাপড় দিয়ে ঢেকে সেখানে ট্রাক প্রবেশ করে সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, ধান, চাল) চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ৮ সদস্যকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩