সিরাজগঞ্জের কাজিপুরে সন্ত্রাস ও উগ্রবাদ,নারী নির্যাতন, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ,মাদকাসক্তি নির্মুলএবং দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক ওলামা মাশায়েখ সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মার্চ বৃহস্পতিবার কাজিপুর ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ইসলামি ফাউন্ডেশন ও সংস্কৃতির কেন্দ্র মেঘাই হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।এ সময় তিনি বলেন," সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ উগ্রবাদ নিরসনে ওলামা মারশায়েখদের ভূমিকা সবচেয়ে বেশি। সমাজের অসংগতি অনাচার, কুসংস্কার দুর করতে হলে ইমাম দের ভূমিকা পালন করতে হবে । মানুষের মাঝে নৈতিক শিক্ষার প্রসার ঘটতে পারে তাদের জোড়ালো ভূমিকার কারণে।" ইসলামি ফাউন্ডেশন কাজিপুরের ফিল্ড সুপারভাইজার এস এম ফেরদৌস আলমের স্বাগতিক বক্তব্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল গাফফার, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম শ্রেষ্ঠ খামারি মোঃ রেজাউল করিম, পৌর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল মোতালেব প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন ইসলামি সংস্কৃতির কেন্দ্র মডেল মসজিদের মুয়াজ্জিন সহ উপজেলার বিভিন্ন মসজিদে ইমাম ও ইসলামি ফাউন্ডেশন শিক্ষা কেন্দ্রের শিক্ষক- শিক্ষিকা মন্ডলী।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩