প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৪, ৩:২২ পি.এম
ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকার উদ্যোগে কাজিপুরে জাতীয় শিশু দিবস পালন
![]()
'Shain a light' by International Inner Wheel President Trish Douglas & "Stronger Women Stronger World " by District Chairman Shahina Rafique, (District-328) -এই দুটো মোটো কে সামনে রেখে 'স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জম্মদিন, শিশুদের চোখ সম্বৃদ্ধির স্বপ্নের রঙিন। " এই প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মদিন যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে।
১৭ই মার্চ-২০২৪ ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা'র আয়োজনে এ দিবস উপলক্ষে উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাসনা হেনা কেন্দ্রে শহিদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে জাতীয় শিশু দিবসের কেক কেটে শিশুদের খাওয়ানো এবং চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সন্মানিত সভাপতি আবিদা সুলতানা।উল্লেখ যে "ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা" ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। আবিদা সুলতানা ৩৫ তম সভাপতি হিসেবে ২০২৩-২০২৪ সালে নির্বাচিত হয়েছেন।
'ইন্টান্যাশনাল ইনার হুইল' একটি আন্তর্জাতিক নারী সংগঠন।বিশ্বের প্রায় প্রতিটি দেশে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।অসহায় সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের নিয়ে এ সংগঠনটি কাজ করে।
'ইন্টারন্যাশনাল ইনার হুইল'এবার শততম বছর পালন করছে।
'ইনার হুইল ক্লাব অব গ্রেটার ঢাকা' প্রতি বছরের মতো এবছরও সুবিধার বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করবে।'গ্রেটার ঢাকা' যেন আরও বড় পরিসরে কাজ করতে পারে সেই জন্য গ্রেটার ঢাকার সভাপতি আবিদা সুলতানা সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩