প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।তার ই আলোকে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে
বৃহস্পতিবার (২১ মার্চ) তফসিল জারি করেছে সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে চারটি ধাপে। এর মধ্যে প্রথম ধাপে যেসব উপজেলায় ভোট গ্রহণ করা হবে, সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আওতায় কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম রির্টানিং অফিসারের নিকট অনলাইনে জমা দেওয়া যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত।
মনোনয়ন ফরম যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। মনোনয়ন বাছাইয়ে রির্টানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল,আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল।মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ভোট গ্রহণ ৮ মে।বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক। প্রথম ধাপে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর, বেলকুচি ও কাজিপুর উপজেলাসহ তিনটি উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩