আগামী ৮মে আসন্ন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র মতিউর রহমান মতির আমন্ত্রণে প্রয়াত এমপি বরেন্য কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজলকে বিজয়ী করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ই মার্চ) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পৌরবাসীর সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সকলেই তার পক্ষে কাজ করতে সংহতি প্রকাশ করেন।
আলোচনাসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে ও পৌরসভার মেয়র মোঃ মতিউর রহমান মতির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত এমপির পুত্র শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ছাদত হোসেন, পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল,সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ হিমু,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রাশেদুল ইসলাম মুনু,পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল,৩নং ওয়ার্ড কাউন্সিলর বজলার রহমান,ব্যবসায়ী সুশীল কুমার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম,বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিউল আলম ডুয়েল,৩নং ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম,সাবেক কাউন্সিলর খাজা নাজিমুদ্দিন ,পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোলায়মান আলী,উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মিঠু ,কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিমান কুমার সাহা,গৃহ নির্মাণ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সাংবাদিক মাহমুদুল হাসান মুনজুসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম,চালুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান শওকত আলী,উপজেলা আওয়ামী লীগ সাবেক দপ্তর সম্পাদক রেজাউল করিমসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আগামী উপজেলার নির্বাচনে সাখাওয়াত হোসেন সজলকে পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩