সিরাজগঞ্জে কাওয়াকোলার চরাঞ্চলের বিস্তীর্ন এলাকার কাশবন কাইসা পোড়ানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার মো. আফছার আলী বাদী হয়ে সিরাজগঞ্জ মোকাম বিজ্ঞ দ্রুত বিচার আদালতে ৯ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের মৃত ফজলার রহমানের পুত্র মোসলিম উদ্দিন, জানপুরের মৃত জাবেরের পুত্র আব্দুল হাই, নতুন ভাঙ্গাবাড়ী মৃত সোহরাব আলীর পুত্র রতন ও রওশন, ক্ষুদ্র কাটাঙ্গা গ্রামের মজনু তালুকদারের পুত্র সোহেল, হালদিয়া গ্রামের মৃত ডেবল সেখের পুত্র মোহাম্মাদ আলী, চন্দ্রকোনা গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র সোহেল, ভুয়াপুর থানার বাসুদেবকোল গ্রামের পিন্তুর পুত্র রুবেল, মৃত রমজান আলীর পুত্র মোঃ পিন্তুসহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন।
মামলা সুত্রে জানা যায়, সদর উপজেলার কাওয়াকোলা মহাদেবপুর মৌজার সাড়ে ৭ শত বিঘা চরাঞ্চলের সম্পত্তি জমির মালিকের নিকট হতে পুটিয়াবাড়ী গ্রামের মৃত দানেজ আলীর ছেলে মো. আফছার (৫৩) লিজ গ্রহন করে কাশবন (কাইসা) ও ঘাস চাষ করে মহিষের বাথান মালিকদের নিকট বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। চাষাবাদ করাবস্থায় বাদীর নিকট থেকে ৫০ লাখ টাকা চাদা বাদী করে চন্দ্রকোনা গ্রামের ফজলার রহমানের ছেলে মুসলিম উদ্দিন ও তার সন্ত্রাসী বাহিনীরা। চাদার টাকা পরিশোধ না করায় মুসলিম উদ্দিনের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীরা সাড়ে ৭ বিঘা জমির কাশবন আগুনে ভস্মিভূত করাসহ ৫০ বিঘা জমির কাইসা উপড়ে ফেলে। এতে বাদী পক্ষের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতারের জন্য সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩