কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. খলিলুর রহমান সিরাজীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম সরকারি বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গান্ধাইল ইউনিয়নের ১, ২ও ৩নং ওয়ার্ডে সর্বসাধারন মানুষ অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান বলেন, বিগত পাঁচ বছর যাবত প্রানের নেতা মোহাম্মদ নাসিমের অনুপ্রেরনা ও সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নির্দেশনা মোতাবেক কাজিপুর উপজেলাকে মডেল উপজেলা হিসেবে কাজ করে যাচ্ছি। টিআর, কাবিখার মাধ্যমে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে।

জলাবদ্ধা নিরসন করা হয়েছে। সাধারন মানুষের পাশে সবসময় থেকেছি। আগামী নির্বাচনে আপনারা সুযোগ দিলে বিগত পাঁচ বছরের ন্যায় আগামীতে কাজিপুর উপজেলা তথা কাজিপুরবাসীর উন্নয়ন ও সেবা করতে নিজেকে নিয়োজিত রাখব-ইনশাআল্লাহ।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলাইমান হাজির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যেক্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার ,স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত ইসলাম শাওন ও সাধারন সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারন মানুষ অংশগ্রহন এবং এক সঙ্গে ইফতার করেন।

প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩