সিরাজগঞ্জে সলঙ্গায় রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার হাটিকমুরুল পুরাতন মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকারের ছেলে।
হাটিকুমরুলল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম.এ.ওয়াদুদ জানান, ফরিদুল ইসলাম রাস্তাা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলাম মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩