"জাস্টিস ফর অল’ স্লোগান কে ধারণ করে সিরাজগঞ্জের কাজিপুরে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার উদ্যোগে কাজিপুুর উপজেলার ৪ টি এতিমখানার প্রায় দুই শতাধিক অনাথ শিশুদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১০ এপ্রিল সকালে লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনার আয়োজনে কাজিপুর আহমেদ আলী এতিম খানায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সংসদ লায়ন প্রকৌশলী তানভির শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহরাব হোসেন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন,৯৫ অ্যাসোসিয়েশন কাজিপুর এর সভাপতি লায়ন জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী মোশাররফ হোসেন প্রমুখ।অত্র ক্লাবের সভাপতি বাংলাদেশের ব্যাংকের উপপরিচালক মো: শাহিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা'র চার্টার প্রেসিডেন্ট লায়ন মাসউদ করিম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র এতিম খানা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম চৌধুরী, লায়ন্স ক্লাব অব সিরাজগঞ্জ যমুনা'র সদস্য লায়ন মো: হাসানুর রহমান মনি, লায়ন মনিরুজ্জামান ইউএস বাংলা, লায়ন মোহাম্মদ আলী জিন্নাহ, লায়ন জাহাঙ্গীর আলম তারেক মাস্টার। বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে লাচ্চা এক প্যাকেট,সেমাই এক প্যাকেট,গুড়ো দুধ এক প্যাকেট,সুজি এক প্যাকেট,চিপস এক প্যাকেট,লবণ আধা কেজি, চিনি আধা কেজি ও তৈল আধা লিটার । এ সমস্ত উপহার সামগ্রী পেয়ে খুশি কাজিপুরের দুইশোর অধিক এতিম খানার শিশুরা।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩