প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ৭:৫১ পি.এম
মোবাইল কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
![]()
মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের সাথে অভিমান করে সিরাজগঞ্জে হালিমা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া কলেজ পাড়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত হালিমা খাতুন সারটিয়া কলেজ পাড়া গ্রামের শাহ আলমের মেয়ে ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে ১০ শ্রেণির শিক্ষার্থী।
বুধবার (১ মে) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, পরিবারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়।
পরিবারের বরাদ দিয়ে এসআই আব্দুর রাজ্জাক বলেন, কয়েকদিন ধরে হালিমা মোবাইল কিনে দেওয়ার জন্য মা-বাবাকে বার বার তাগিদ দিয়েছিলেন। মোবাইল না কিনে দেওয়ায় দুইদিন ধরে খাওয়া দাওয়া বাদ দিয়েছেন হালিমা । পড়ে গত রাতে হালিমা খাতুন তার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওরনা পিছিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট স্থস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩