প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ৭:১৩ পি.এম
চৌহালীতে অনিয়ম বন্ধে ইউএনওর ব্যতিক্রমী প্রচারণা
![]()
রাজশাহী বিভাগের একমাত্র দুর্গম উপজেলা চৌহালীতে এইচএসসি পরীক্ষার ফরম পুরনে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা যেন নতুন নয়। এ নিয়ে প্রায়ই খবরের কাগজে শিরোনাম হয়েছে চৌহালী। তবে এবছর কোন শিক্ষা প্রতিষ্ঠান যেন অতিরিক্ত অর্থ আদায় না করতে পারে এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যতিক্রমী প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার রাতে ইউএনও চৌহালী, সিরাজগঞ্জ ফেসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি পোষ্ট দেন। মুর্হুতের মধ্যে পোষ্ট ছড়িয়ে পড়ে। সচেতনতা মুলক এ পোষ্ট দেয়ায় প্রসংশা করেন বিভিন্ন পেশার মানুষ।
পোষ্টের লেখা গুলো হুবহু তুলে ধরা হলো- এইচএসমি/এইচএসসি (বিএম) পরীক্ষা-২০২৪ ফরম পুরনের ফি’র বিবরণী। চৌহালী সরকারী কলেজ, মানবিক শাখায় ৩৫৩০ টাকা, বিজ্ঞান শাখায় ব্যবসহারিক ফি সহ ৪০০০ টাকা। চৌহালী এসবিএম কলেজ ৩৫৩০টাকা। খামারগ্রাম ডিগ্রি কলেজ, মাসিক বেতন ও সেশন ফি ব্যতীত মানবিক শাখায় ২৩৯৫ টাকা, বিজ্ঞান শাখায় ২৯৫৫ টাকা ও ব্যবশায় শিক্ষা শাখায় ২৩৯৫ টাকা। বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাসিক বেতন ও সেশন ফি ব্যতীত মানবিক শাখায় ২৪০০টাকা, বিজ্ঞান শাখা ২৮০০ টাকা ও ব্যবশায় শিক্ষা শাখায় ২৪০০ টাকা। চৌবাড়ি শিকদার পাড়া টেকনিক্যাল এন্ড বিজসেন ম্যানেজমেন্ট কলেজ মাসিক বেতন সহ একাদশ ৩৭৫০ ও দ্বাদশ ৩৯০০ টাকা। মুঞ্জুর কাদের কারিগরি স্কুল এন্ড কলেজ মাসিক বেতন ও সেশন ফি সহ একাদশ ও দ্বাদশ শ্রেনীর জন্য ৪৪০০ টাকা। বাঘুটিয়া স্কুল এন্ড কলেজ মাসিক বেতন ও সেশন ফি সহ একাদশ ও দ্বাদশ শ্রেনীর জন্য ৪১৯৫ টাকা নির্ধারন করা হয়েছে। চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কবীর সাক্ষরিত পত্রে এ ঘোষনা দেয়া হয়। এখানে আরও উল্লেখ করা হয়েছে, নির্ধারিত ফির চেয়ে কোন প্রতিষ্ঠান অতিরিক্ত ফি দাবি করলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করার নির্দেশনা দেয়া হয়। এছাড়া নির্ধারিত ফি একবারই দিয়ে হবে বলেও ঘোষনা দেয়া হয়।
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান জানান, স্থানীয়দের অভিযোগে ছিল চৌহালীর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পরীক্ষার ফরম পুরনে বিক্ষিপ্ত ভাবে অর্থ আদায় করা হতো। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টিতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ডেকে বিভাগ অনুযায়ী বোর্ড ফি সহ একটি নির্দিষ্ট অর্থ নির্ধারন করা হয়েছে। সে বিষয়টি সকলকে জানিয়ে দিতে বা সচেতন করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩