৪র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৯ মে) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কামারখন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দেন প্রার্থীরা।
চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম শহিদুল্লাহ সবুজ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মতিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান, সদস্য লাবলু সরকার, শিল্পপতি ইউসুফ আলী, রেজাউল করিম রয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ভুইঁয়া, শরিফুল ইসলাম, আল আমিন বিশ্বাস।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, তাহমিনা ওয়াজেদ মেরীনা, উম্মে নুর পিয়ারা, শেফালী খাতুন।
উপজেলা নির্বাহী অফিসার কামারখন্দ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন সুলতানা মনোনয়নপত্র জমার বিষয় নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩