এক নজরে দেখে নেয় পাঁচবিবিতে জামানত হারাচ্ছেন কোন ৫ নেতা।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন প্রার্থী। এর মধ্যে ৫ জনই হারাচ্ছে নজামানত। এই ৫ জনের সাথে জামানত হারাচ্ছেন আরো এক মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী।
মঙ্গলবার (২১ মে-২০২৪) ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী,উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে জমা দিতে হয় এক লাখ টাকা ।আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য জমা দিতে হয় ৭৫ হাজার টাকা। প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
রিটার্নিং কর্মকর্তার বিশ্লেষণ থেকে জানা যায়, পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এর মধ্যে ৫ জন প্রার্থীই জামানত হারাচ্ছেন। এক পৌরসভা ও ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪ হাজার ৬৪৬ জন।৬৯টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৮০ হাজার ৮১৪ টি। এর ১৫ শতাংশ ভোট হচ্ছে ১২ হাজার ১২২টি। যা পাননি এই ৫ জন চেয়ারম্যান প্রার্থী কেউ-ই।
জামানত বাজেয়াপ্ত হতে যাওয়া ৫ প্রার্থী তারা হলেন- আ:লীগ নেতা। জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল (মোটারসাইকেল প্রতীক-১১ হাজার ৮শ ভোট), পাঁচবিবি উপজেলা আ:লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক (আনারস প্রতীক-১১ হাজার ৭শ ৪৭ ভোট), জেলা আ:লীগের সহ-সভাপতি জাহিদুল আলম বেনু (কৈ মাছ প্রতীক-৯ হাজার ১শ ৭০ ভোট), বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউনিয়ন আ:লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন (দোয়াত কলম প্রতীক-৪ হাজার ৬ ভোট) এবং পাঁচবিবি উপজেলা আ:লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী (টেলিফোন প্রতীক- ১ হাজার ৫শ ৭৬ ভোট)।
পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে এক নারী প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখা ২৬ হাজার ৫শ ৯ ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমবার উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছেন ৩৮ হাজার ৩শ ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল শহীদ মন্ডল মোটারসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৮শ ভোট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের ১জন জামানত হারাচ্ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৮০ হাজার ৭শ ৩৮টি। প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট ১২ হাজার ৭৩৮টি পাননি ১ প্রার্থী,তিনি হলেন মৌসুমী আকতার। এখানে রেবেকা সুলতানা ফুটবল প্রতীক নিয়ে ৩২ হাজার ৪শ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজিনারা টুনি বৈদ্যুতিক পাখা নিয়ে তিনি পেয়েছেন ১৯ হাজার ৯শ ৩ ভোট।
এম.এ.জলিল রানা,জয়পুরহাট:২৩ মে-২০২৪।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩