সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী বলেছেন, জনগনের সেবা করাই একমাত্র লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই নির্বাচনে অংশগ্রহন করেছি। তিনি বলেন, ব্যবসায়ীক প্রতিষ্ঠানের মাধ্যমে অনেকে আগে থেকেই কামারখন্দের তৃনমুল জনগনকে চাকুরীসহ নানাভাবে সহায়তা-সহযোগিতা প্রদান করেছি। আমাদের পরিবার নানাভাবে কামারখন্দবাসীর সেবা করেছে। কামারখন্দ একটি শিল্প সম্ভাবনাময় উপজেলা হিসেবে উল্লেখ করে বলেন, কামারখন্দে হাজার হাজার শিল্প কারখানা ও তাঁত কারখানা রয়েছে। অনেক কারখানা নানা প্রতিকুলকতার কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ শিল্পকারখানার সমস্যাগুলো চিহ্নিত করে সচল রাখার পাশাপাশি মানুষের কর্মক্ষেত্র তৈরীর ব্যবস্থা গ্রহন করা হবে।
শুক্রবার সকাল কোনাবাড়ীসহ ভিন্ন এলাকায় প্রচার-প্রচারনাকালে তিনি বলেন, কামারখন্দের রাস্তাঘাটের উন্নয়ন করে কৃষি পণ্য সহজভাবে পরিবহনে ব্যবস্থা গ্রহন করা হবে। সামাজিক অবক্ষয়ের বিষয়গুলো চিহ্নিত করে যুবক সমাজকে কর্মমুখী হিসেবে গড়ে তুলতে ব্যক্তিগত পরিকল্পনার পাশাপাশি সরকারী সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হবে।
তিনি বলেন, কামারখন্দবাসী এমন একজন মানুষকে নির্বাচিত করবেন যিনি তৃনমুল থেকে শুরু করে সব মানুষের সেবা করবে। সততার সাথে দায়িত্ব পালন করবে। মানুষের বিপদ আপদে পাশে থাকবে। আর এমন একজন প্রার্থী হিসেবে আমাকে বেছে নিয়েছেন। আমার পক্ষে দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। আশা করছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র রুখে দিয়ে মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে আমাকে নির্বাচিত করবেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩