প্রাথমিক শিক্ষার বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিতে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শুরু করেছেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ।
সোমবার (১৫জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোয়ালডিহি সেন্টারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপজেলা চেয়ারম্যান।
উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজখবর নিতে বিদ্যালয় পরিদর্শন করেছি। খানসামা উপজেলার শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। সেই সাথে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নত করতে সহায়তার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩