সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্থলনওহাটা চরে কালাচাঁন নামের এক কৃষকের জমি দখলে নিতে প্রাণনাশের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে প্রতিকার চেয়ে সোমবার দুপুরের দিকে এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছেন ওই ভুক্তভোগী। এনায়েতপুর থানায় জিডি নং ১৫।
অভিযোগে জানান, যমুনার চরাঞ্চলে অবস্থিত স্থল ইউনিয়নের নওহাটা চরের মৃত কাশেম ফকিরের ছেলে কৃষক কালাচাঁন (৪৫) প্রায় দুই সপ্তাহ আগে স্থলনওহাটা চরের তাদের নিজস্ব ১২৮ শতাংশ জমিতে আউশ ধানের চারা লাগিয়েছে। চারা ধান গুলো বেশ সতেজ হয়েছে। তবে হঠাৎ করে ১৮ আগষ্ট এলাকার ছানোয়ার হোসেন, আলাউদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী জবরদখল করে জমি নেয়ার জন্য ধানের চারা নষ্ট করে। এতে বাঁধা দিতে গেলে জামির মালিক কৃষক কালাচাঁনকে এলোপাতারি মারধর করে। পরবর্তীতে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় এলাকায় উক্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে ভুক্তভোগী কালাচান জানান, অবৈধ ভাবে জমি দখলে নিতে সন্ত্রাসী বাহিনী আমাকে সহ পরিবারের নারী সদস্যদের মারধর করেছে। এছাড়া আলাউদ্দিনের ছেলে পুলিশের এসআই আলআমিন আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন প্রাণ ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এঘটনায় প্রতিকার চেয়ে এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছে।
এবিষয়ে এনায়েতপুর থানার ওসি হাসিবুল্লাহ হাসিব জানান, মারধরের বিষয়ে একটি সাধারন ডায়েরি গ্রহন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩