সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুসলিম পাড়াগ্রামে জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানার নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি-ছাত্রদল, যুবদল নেতাকর্মীসহ এলাকার মুরুব্বীগন অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্র, অর্থনীতি, মানবাধিকার ও বাক-স্বাধীনতাসহ মানুষের মৌলিক অধিকার হরন করেছিল। যারা ন্যায্য অধিকার চেয়েছিল তাদের উপরই হামলা-মামলা দেয়া হয়েছে। এমনকি গুম খুনও করা হয়েছে। দেশের সকল ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। তিনি এই স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি চাঁদাবাজি, লুটপাট বা কাউকে যেন হয়রানি না করা হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে আহবান জানান।
সভায় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন বলে ঘোষনা দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, জেলা বিএনপি'র উপদেষ্টা রাশেদ কবির চান্দু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল হাসান রানা প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩