বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়া হাউস ইস্টওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে দুর্বৃত্তদের ন্যাক্কারজনক হামলা ও গনমাধ্যমকর্মীদের মারপিটের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারপুর্বক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ গনমাধ্যমকর্মীদের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের আহবায়ক শরিফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল কুদ্দুস, হারুন অর রশিদ খান হাসান, নুরুল ইসলাম বাবু, ফেরদৌস হাসান, ইসরাইল হোসেন বাবু, হীরকগুন, গাজী এস.এইচ ফিরোজী, আব্দুল মজিদ সরকার, স্বপন চন্দ্র দাস, দিলীপ কুমার গৌড়, দুলাল উদ্দিন, রাজ ও সাংবাদিক আব্দুস সামাদ সায়েম প্রমুখ।

বক্তারা ইস্টওয়েস্ট মিডিয়ায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে মিডিয়া হাউজে হামলাকারীদের গ্রেফতারপুর্বক শাস্তির আওতায় আনতে হবে। দুর্বৃত্তরা ছাড় পেলে আবারো এ ধরনের ঘটনা ঘটতে পারে। সাংবাদিকদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের নিরাপত্তা প্রদানে অন্তবর্তী সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহন করার আহবান জানান। প্রতিবাদ সমাবেশে জেলা কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩