সিরাজগঞ্জে হিরাঝিল ফ্লাওয়ার মিলের ১ নম্বর আপেল মার্কা পঁচা, দুর্গন্ধযুক্ত ও পোকামাকড় মিশ্রিত নিম্নমানের সাদা - লাল আটা ময়দা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ক্রেতা সাধারণ নানাভাবে প্রতারিত হচ্ছে।
ভুক্তভোগী শহরের মাহমুদ পুর মহল্লার সোহেল রানা জানান, গতকাল প্রধান ডাকঘরের সামনে খালেক সাইফুল্লাহর দোকান থেকে হিরাঝিল ফ্লাওয়ার মিলের ১ নম্বর আপেল মার্কা ১০ কেজির আটার প্যাকেট ৪০০ টাকা দিয়ে কিনে বাড়িতে এনে প্যাকেট খুলে দেখি, পোকামাকড় মিশ্রিত নিম্নমানের আটা। পঁচা ও দুর্গন্ধ খাওয়ার অযোগ্য। পরে আজকে বৃহস্পতিবার সকালে ঐ দোকানে ফেরত দিয়ে আরেকটি প্যাকেট নিয়ে এসে দেখি এটিও একই অবস্থা।
নিম্নমানের পঁচা ও দুর্গন্ধযুক্ত আটা ময়দা ফেরত দিতে আসা গৃহিণী শাহনাজ বেগম, আ, রহিম, আফজাল হোসেন, লোকমান হোসেনসহ অনেকেই একই অভিযোগ করেছেন।
এ ব্যাপারে ঐ দোকানদার খালেক সাইফুল্লাহ বলেন, বেশ কয়েকদিন ধরে আমার নিকট থেকে হিরাঝিল ফ্লাওয়ার মিলের আটা ময়দা যারা কিনেছে তারা সবাই কম বেশি অভিযোগ করেন এবং ফেরত দিয়ে যায়। আমি মিলের কর্তৃপক্ষকে অবগত করেছি।
মিলের প্রোপ্রাইটর শিবলী বলেন, ইতোমধ্যে অভিযোগ পেয়েছি। এবং বাজার জাতকৃত নিম্নমানের আটা ময়দা ফেরত দিতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে এমনটা হতে পারে। ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করার ইচ্ছে আমাদের নেই।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই অন্যায়। সেই সাথে দ্রুত ব্যবস্হা নেবেন বলে আশ্বাস দেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩