নাটোরের বড়াইগ্রামে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম শফি (৪৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার বনপাড়া পৌরসভার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শফি উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলিমুল আল রাজী জানান, বুধবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক শফিকুল ইসলাম শফি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩