নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সন্ধ্যার পর শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা দলের সভাপতি মোছা. সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারন সম্পাদক এলেমা বেগম, জেলা বিএনপির সহ-সভাপতি অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল ও জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন, নারীরা পুরুষের চালিকা শক্তি। গণঅভুত্থ্যানে নারীদের ভুমিকা ছিল অন্যতম। অনেক নারী নিজের ছেলেকে আন্দোলন করতে রাস্তায় পাঠিয়েছেন। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে ছেলেকে বলেছেন, আন্দোলনে মাঠে যাও, তোমাকে দেশের জন্য উৎসর্গ করলাম। তাই সকল নারীদের মনোবল শক্ত রাখতে হবে। সকল নারীকে জাতীয়তাবাদী শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। শুধু ঘরে বসে থাকলে চলবে না। অন্যায়-অত্যাচার দেখলেই প্রতিবাদ করতে হবে।
আলোচনা সভায় মহিলাদলের নেতাকর্মী ও বিএপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩