প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৪, ১১:১৫ এ.এম
সিরাজগঞ্জে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা মেয়ে আটক
![]()
সিরাজগঞ্জে র্যাব-১২’র অভিযানে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৩ হাজার ৩৮০ পিচ (৩,৩৮০) নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে আটক করা হয়েছে। বুধবার ভোর রাতে সদর থানার রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ থানার রসুলপুর গ্রামের মৃত মোবার খা’র ছেলে আকবর আলী (৬৩) ও উভয় জেলা ও থানার খামার তাহেরপুর গ্রামের সামু মিয়ার স্ত্রী শামীমা আক্তার (৩১)। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
তিনি জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সামনে অস্থায়ী একটি চেকপোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩