" কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’-প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আতিকুর রহমান, উপজেলা তথ্য সেবা অফিসার মৌসুমী বসাক ও নারী প্রতিনিধি কৃষ্ণা রানী এবং মোছাঃ আঁখি খাতুন।
সভায় বক্তারা বলেন, "দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।"
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩