সিরাজগঞ্জের কাজিপুরে ২২ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪) কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত খোরশেদ আলম উপজেলার সোনামুখী গ্রামের আবুল কাসেমের ছেলে। সোমবার রাতে খোরশেদ আলমকে থানার সোনামুখী নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগসূত্রে জানা যায়, গত সাতদিন আগে খোরশেদ আলম প্রতিবেশী এক শারীরিক প্রতিবন্ধী নারীকে নিজ বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে গতকাল সোমবার ওই প্রতিবন্ধী তার পরিবারকে বিষয়টি জানান। পরে ভুক্তভোগী নারীর বাবা ফজলুল হক বাদী হয়ে খোরশেদ আলমের বিরুদ্ধে কাজিপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, মামলা হওয়ার পরে অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকেও ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দী ও মেডিকেল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩