উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ঝুটপল্লী খ্যাত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজার বণিক সমিতির নির্বাচন।
মঙ্গলবার ১ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাজারের মুক্তা মার্কেটে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রিজাইডিং অফিসার ও চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার ফলাফল ঘোষণা করেন।
১৫৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীকের গোলাম মোস্তফা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রঞ্জু মিয়া পেয়েছেন ৯১ ভোট।
১৯৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মোরগ প্রতীকের সুলতান মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোকলেছুর রহমান পেয়েছেন ১০২ ভোট।
১৪৫ ভোট পেয়ে তালা প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন খোকন তরফদার। ১৫৫ ভোট পেয়ে মিলন হাসান প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজু মিয়া হালিম।
শিমুলদাইড় বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ৩০৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোটার ছিল ৩০৫ জন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩