রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পুঠিয়া ভাল্লুকগাছী ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ(৫০), পালোপাড়া এলাকার জামাল উদ্দিন মাস্টার (৪৮) বিলমাড়িয়া এলাকার রবিউল ইসলাম (৩৫) উদনপুর এলাকার আব্দুল মজিদ (৩২) ও কৃষ্ণপুর এলাকার হাসান শাহরিয়ার (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, এই পাঁচজনের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। ২ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে আদালতের মাধ্যমে এদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩