সিরাজগঞ্জের কাজিপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সাথে থানা এলাকার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি / সাধারণ সম্পাদকদের সাথে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (৩ অক্টোবর) বিকেলে কাজিপুর থানা চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর থানার নবাগত অফিসার ইনচার্জ নুরে আলম।
এ সময় বক্তব্য রাখেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ান্ট অফিসার শরিফুল ইসলাম । তিনি বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনীর টহল চলছে। এই টহল আরও জোরদার করা হবে। কেউ যেন গুজব ছড়াতে না পারে, ভুয়া তথ্য দিয়ে যেন কেউ কাউকে বিভ্রান্ত করতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
থানা অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে'। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে পারে সেই স্বার্থে পুলিশ, সেনাবাহিনী ও আনছার মাঠে থাকবে।আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অ-প্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে'।
পূজামণ্ডপগুলোতে কড়া নজরদারি ও বিদ্যুতের যেন ঘাটতি না হয় সে দিকে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ প্রদান করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান তিনি। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাসসহ ধর্মীয় ও রাজনৈতিক সমাজ সেবক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। আরও বক্তব্য রাখেন
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুজা পরিচালনা কমিটির আহবায়ক পরিমল কুমার তরফদার,সদস্য সচিব মিলন কুমার বর্মন,যুগ্ন আহবায়ক বাসন কুমার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার২০টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুলিশ কর্মকর্তা এস আই সাইফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩