নাটোর শহরের রাজিব হত্যা মামলাসহ চার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ সকল অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাঃ কামরুন্নাহার বেগম আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাসের এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫সালের ২৯ আগস্ট নাটোর শহরের স্টেশন বাজারে নাটোর পৌর যুবলীগের জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আসার সময় তেবাড়িয়া মামুন বেকারীর সামনে হামলার ঘটনা ঘটে।
এসময় স্থানীয় হুগোলবাড়িয়া মল্লার আমিনের ছেলে যুবলীগ কর্মী মোঃ রাজিবকে বিএনপি নেতা দুলুর নির্দেশে মারপিট ও পরে মাথায় গুলি করে হত্যা করা হয়। পরের দিন তার স্বজন কামরুল ইসলাম বাদী হয়ে দুলুকে হুকুমের আসামী করে নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল বেপারী, তার আপন বড় ভাই কাজল বেপারী, কামাল ব্যাপারী ও ছোট ভাই জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ব্যাপারীসহ মোট ৩৩জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। বাদী পক্ষ আদালতে অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিতে না পারায় আদালত অভিযুক্ত সকলকে বেকসুর খালাস দিয়েছেন।
এ ছাড়া ২০০৭ সালে দুলু তার সহকারী শফিকুল ইসলাম ওরফে শফি হুজুরকে সাত পিস ও শহরের হাজরা নাটোরের দিন মুজুর দারু মিয়া (৬৮) কে চার পিস সরকারি ত্রাণের ঢেউ টিন প্রদানের অভিযোগসহ মোট চারটি মামলায় আদালত দুলুসহ সকল অভিযুক্তদের বেকসুর প্রদান করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩