জয়পুরহাটে রাহেল ইমাম গ্রেফতার।জেলার আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউপি চেয়ারম্যান ও সোনামুখী ইউনিয়ন আ-লীগের সভাপতি ডিএম রাহেল ইমাম (৬৫)কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার সন্ধ্যা ৬ টার দিকে তাকে জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃত ইউপি চেয়ারম্যান গুনিপুর গ্রামের বাসিন্দা।সোনামুখী ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান।এর আগে তিনি একই পরিষদের তিনবার সদস্যও ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রোববার সন্ধ্যায় জাফরপুর রেলস্টেশনে বসে তিনি আড্ডা দিচ্ছিলেন।এসময় ডিবির একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।
ডিবি এসআই আসাদুজ্জামান বলেন,সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম আক্কেলপুর থানার একটি মামলার আসামি।সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩