
দিরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর দিক নির্দেশনায় দিরাই থানার এসআই (নিরস্ত্র) আশরাফুল কবির, এসআই (নিরস্ত্র) মোঃ মোহন মিয়া,
এএসআই (নিরস্ত্র) মোঃ মালেক রেজা’গণ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে দিরাই থানাধীন ৪নং চরনারচর ইউ/পির অন্তর্গত বক্তারপুর সাকিনস্থ মোঃ শামীম মিয়া (৪২), পিতা-মৃত আব্দুস ছাত্তার এর বসত বাড়ি হতে অদ্য ৪ ঠা নভেম্বর সন্ধ্যা ৬.৪৫ ঘটিকার সময় প্রকাশ্য স্থানে অর্থের বিনিময়ে জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার উপাদান ও নগদ অর্থসহ অভিযুক্ত মোঃ শামীম মিয়া (৪২), পিতা-মৃত আব্দুস ছাত্তার, মাতা-খোদেজা বিবি, সাং-পেরুয়া (বক্তারপুর, নতুন হাটি), ইউ/পি-০৪নং চরনারচর, হাবিবুর রহমান (৪৯), পিতা-মৃত আহবুল মিয়া, মাতা-মৃত লাল বিবি, সাং-আনোয়ারপুর, দিরাই পৌরসভা, উভয় থানা-দিরাই, লিয়াকত মিয়া (৩৫), পিতা-কুতুব উল্লাহ, মাতা-মৃত ইনসাফ বেগম, সাং-মুক্তারপুর, ইউ/পি-দোলারবাজার, থানা-দিরাই, সর্ব জেলা-সুনামগঞ্জদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩