প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ২:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৯:৫৩ পি.এম
সিংড়ায় যৌথবাহিনীর অভিযানে সুঁতি জাল জব্দ ও চায়না জাল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের সিংড়ায় অবৈধ সূতি জাল উচ্ছেদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে একদিনেই ৩৫০ ফিট অবৈধ সূতি জাল, যাহার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা ও অবৈধ চায়না জাল ১৫ টি যাহার বাজার মূল্য ৫৫ হাজার টাকার অবৈধ জাল উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৫ অক্টোবর) বেলা এগারোটা হতে বেলা তিনটা পর্যন্ত নাটোর জেলার সিংড়া আত্রাই নদীতে ৩টি পয়েন্ট এ সিংড়া ক্যাম্পের সেনাবাহিনীর টহল, মৎস্য অফিসার সিংড়া, ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এসময় প্রায় ৬০ হাজার টাকার মাছের পোনা ছেড়ে দেওয়া হয়েছে।
সিংড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আহমেদ সাফওয়ান জাসির বলেন, এধরণের অভিযান চলমান সময় সিভিল প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের কোন ধরনের সমস্যা হয়নি। জনসার্থে এধরণের অভিযান অব্যহত আছে।

প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩