মজিবর রহমান স্টাফ রিপোর্টার
“নারী-কন্যার সুরক্ষা করি,সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে বেগম রোকেয়া ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে জয়িতাদের সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, এনজিও ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক রাজু, তাড়াশ প্রেসক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জয়িতা রুনা খাতুন প্রমূখ।
সভাপতির বক্তব্যে সুইচিং মং মারমা বলেন, বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারী সমাজকে আত্মোন্নয়নে ব্রতী হতে হবে। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। সে সময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কারে ভরা। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সফল জননী নারী হিসেবে মোমেনা পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী রুনা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু তাছলিমা খাতুন ও অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারীর স্বীকৃতি স্বরূপ সেলিনা বেগমকে সন্মাননা সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩