বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা।
পরে উপজেলা পরিষদ চত্বরে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমা’র সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম ফকির, সিনিয়র যুগ্ন-আহবায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ন-আহবায়ক মিলন খান, শুকুর মির্জা, তারেক রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহাদৎ হোসেন, সদস্য সচিব সাইফুল খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদৎ খন্দকার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আরশেদুল ইসলামসহ আরো অনেকেই।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিজয় মেলা, মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদানসহ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩