মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকাল ১০টায় তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২শ জন দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভিলেজ ভিশন বাংলাদেশ। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এই শীতার্ত মানুষ গুলো উপস্থিত হন। এই মানুষ গুলো শিতের উপহার পেয়ে অনেক আনন্দে কর্তৃপক্ষদের দোয়া করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের সন্মানিত উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম, বস্তুল বিএম কলেজের প্রিন্সিপাল জনান শাহীন, তাড়াশ ডিগ্রি কলেজের ইংলিশ প্রভাষক জনাব আব্দুল কাদের, ভিলেজ ভিশনের প্রতিনিধি শাহাদাৎ খন্দকার, মাসুম বিল্লাহ, দেলবার আহমেদ, তুহিন সরকার, তাইবুর খন্দকার, বিলকিস খাতুন, নুপুর খাতুন, সরোয়ার, ও শরীফ খন্দকার পরিচালক ভিলেজ ভিশন বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩