মজিবর রহমান স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জের তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা জমি থেকে কাঁচা সরিষা তুলে ফেলেছে প্রতিপক্ষ মনিরুল গংয়ের লোকজন। ঘটনাটি ঘটেছে, শনিবার সকালে উপজেলার মাকরশোন গ্রামের দক্ষিণ মাঠে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আমির হোসেন ১০ জনকে আসামী করে তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এতে ওই কৃষকের ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে কৃষক আমীর হোসেন মাকরশোন মৌজায় ৬৬ শতাংশ ফসলী জমি ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু প্রতিপক্ষ নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মনিরুলও ওই জমি ক্রয়সূত্রে মালিকানা দাবি করলে বিরোধের সূত্রপাত হয়। চলতি রবি মৌসুমে আমির হোসেন তার দখলি ওই জমিতে সরিষার চাষ করেন।
এ দিকে শনিবার সকালে প্রতিপক্ষ মনিরুল ও তার সংঘবদ্ধ লোকজন ওই জমিতে জোড়পূর্বক ভাবে কাঁচা সরিষা তুলে ফেলে ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় রবিবার সকালে ভুক্তভোগী কৃষক আমির হোসেন তাড়াশ থানায় ১০ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। আসামীরা হলেন, মনিরুল, রাকিব খাঁ, আমিরুল খাঁ, হৃদয় খাঁ, আরশেদ মন্ডল, আব্দুল কাদের, বাবলু মন্ডল, নবীর আলী, মজনু ও আব্দুস ছালাম।
এ ব্যাপারে অভিযুক্ত মনিরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ওই ক্ষেতের সরিষা তুলে ফেলার বিষয়টি অস্বীকার করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩