
দেশে প্রথম বারের মতো গ্রাম পর্যায়ে জাতীয় বিজ্ঞান মেলা উত্তর চট্টলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন শাহসূফি হযরত মুহাম্মদ আবদুল গফূর মাস্টার শাহ (রহ.) প্রতিষ্ঠিত গর্জনিয়া রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ব্যবস্থাপনায় এবং ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর পৃষ্ঠাপোষকতায় জাতীয় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বত্তৃতা ও বিজ্ঞান ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২৭শে জুলাই রবিবার দিন ব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: গর্জনিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব হামিদী (মু.জি.আ.)।
মাওলানা মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী ও মাওলানা সৈয়দ আসিফ উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যথাক্রমে উত্তরসর্তা গাউসিয়া হাফেজিয়া সিনিয়র মাদ্রাসা, ডাবুয়া উচ্চ বিদ্যালয়, ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়, উত্তরসর্তা উচ্চ বিদ্যালয়, হযরত ইয়াছিন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও হলদিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মহোদয়গণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর জনাব মুহাম্মদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব সজল চন্দ্র চন্দ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গর্জনিয়া রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরাতুলহাজ মাওলানা সৈয়দ মুহাম্মদ আহসান হাবিব (মু.জি.আ.)। এসময় আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী ও কোমলমতি ছাত্র- ছাত্রীরা। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং নাতে রাসূল (দঃ) পরিবেশনের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের তৈরী প্রজেক্ট পরিদর্শন করেন সম্মানিত অতিথি বৃন্দ। এসময় শিক্ষার্থীরা তাদের তৈরিকৃত প্রজেক্টের উদ্ভাবনের উপর ভিত্তি করে তথ্য উপাত্ত উপস্থাপন করেন। এর পর শিক্ষক, শিক্ষার্থী ও অতিথি বৃন্দ বিজ্ঞান বক্তৃতা ক্যাম্পে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা শুরু করেন। এতে বিজ্ঞান ও কোরআনের উপর তথ্য ভিত্তিক বক্তৃতা প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ। পরিশেষে দেশ ও জাতিরশান্তি কামনায় বিশেষ দোয়ার পর মধ্যাহ্নভোজের মাধ্যেমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩