
শেরপুরের নকলা উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি স্বরূপ “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় উপজেলার সেরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৯জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।
উপজেলা ও জেলা শিক্ষা অফিস আয়োজিত উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মো: নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক দেওয়ান গোলাম মাছুম। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সেরা শিক্ষার্থী (বর্তমানে জামালপুর মেডিক্যাল কলেজে অধ্যয়নরত) মাইমুনা প্রমুখ। অনুষ্ঠানে জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোকে বিভিন্ন মানদণ্ডে (শিক্ষার্থীর ফলাফল, উপস্থিতি, পরিচালনা বোর্ডের সক্রিয়তা, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি) মূল্যায়ন করে পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই স্কিমের আওতায় প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনার জন্য উদ্বুদ্ধ করা হয়।
প্রধান অতিথি মো: নাসির উদ্দিন বলেন, “এই ধরণের কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে পরিচালনায় উৎসাহিত করে শিক্ষার মান উন্নত হবে।”পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরা সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩