

শেরপুর-৩ আসনে বিএনপির বিজয় মিছিল পরিণত হয় জন সমুদ্রে। মানুষের ঢল নামে মিছিল ও পথ সভায়। ঝিনাইগাতীর সভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। শেরপুরের ঝিনাইগাতী শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিরাট বিজয় মিছিল জনসমুদ্রে পরিণত হয়।
৫ ই আগস্ট '২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ফকির মো: মনিরুজ্জামান সোহাগ এর নের্তৃত্বে ঝিনাইগাতীতে বিরাট বিজয় র্যালি ও উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত জন সমুদ্রে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল বলেন, আজকের এই দিনে সাড়ে ১৫ বছর ধরে দেশের মানুষের বুকে জগদ্দল পাথরের ন্যায় চেপে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার পতন ও পলায়নের পর আমারা আজ মুক্ত ভাবে কথা বলতে পারছি। বক্তব্য রাখতে পারছি। গত বছরের এই দিনে দেশ আবার দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। আর সেই জন্য আজ বিজয় মিছিল করছি।
তিনি সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও আহতের আরোগ্য কামনা করেন। তিনি বলেন, শেখ হাসিনার মতো তিন শ' মন্ত্রী এমপিসহ পলায়নের ইতিহাস আমার জানামতে সারা বিশ্বে নেই।
সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবু রায়হান রুপন। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল নেতা কর্মীদের বলেন, নির্বাচনের প্রস্তুতি নিন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ কোন প্রকার দুর্নীতি চাঁদাবাজী থেকে বিরত থাকতে হবে। নচেৎ আপনাদর ও মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩