
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের চৌকস অভিযানে ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ পিস বিশেষ ব্র্যান্ডের সাবানসহ এক নারী মাদক চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) আশিকুল হক রুনাল্ড ও সঙ্গীয় ফোর্স টঙ্গী পূর্ব থানাধীন মাছিমপুর মুন্নুনগর স্টেশন রোডের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে অভিযান চালান। এ সময় সওদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের সামনে ফুটপাত থেকে সালমা (৩০) নামের এক নারীকে আটক করা হয়।আটককৃত ওই নারীকে তল্লাশি করে
তার কাছ থেকে সাবানের প্যাকেটে লুকানো মোট ২,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা হয়েছে ১৫০ পিস সাবান, যেগুলোর গায়ে “SAVLON NOT FOR SALE” ও “JTS KOREA” লেখা ছিল।
গ্রেফতারকৃত সালমার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার বাকাত বসুপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ নজরুল বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩