স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রায় পৌনে পাঁচ লাখ টাকাসহ এক বিকাশ প্রতিনিধি নিখোঁজ। এই মর্মে তার এক সহকর্মী থানায় সাধারণ ডায়েরি করেছেন।
রোববার (২৪ আগস্ট) রাতে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি অফিসে ফেরার পথে নিখোঁজ ওই ব্যক্তির মোটরসাইকেল ও হেলমেট উদ্ধারের খবর জানিয়েছেন রায়গঞ্জ থানার (ওসি) এস এম মাসুদ রানা। নিখোঁজ নাজমুল ইসলাম (২৬) তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে।
ওসি আরও বলেন, “এ ঘটনায় ভূইয়াগাতি অফিসের বিকাশ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মণ্ডল নিলয় বাদী হয়ে রোববার রাতে থানায় অভিযোগ করেছেন।
তাতে বলা হয়েছে, বিকাশ প্রতিনিধি নাজমুল ইসলাম রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারের দোকানে টাকা লেনদেন করে রাতে অফিসে ফেরার পথে নিখোঁজ হন। “তার কাছে নগদ ২ লাখ টাকা এবং সঙ্গে থাকা মোবাইলের অ্যাকাউন্টে ২ লাখ ৭২ হাজার টাকা ছিল। সকালে রায়গঞ্জ পৌরসভা কবরস্থানের পাশে একটি ইউক্যালিপ্টাস বাগানের ভেতরে একটি মোটরসাইকেল ও হেলমেট পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।”
তার ধারনা, দৃর্বৃত্তরা নাজমুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার মোটরসাইকেল ও হেলমেট ফেলে রেখে গেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩