সিরাজগঞ্জ জেলা শ্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিরাজগঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। তিনি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে শ্বেচ্ছাসেবক দলের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
মতবিনিময় সভায় জেলা শ্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রন্জু উপস্থিত ছিলেন । এ সভায় উপজেলার বিভিন্ন শাখা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। তারা স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সভা শেষে আগামী দিনের আন্দোলনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩