মোঃ বশির আহাম্মেদ বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে পান্ডব ও কারখানা নদীতে অবৈধ মাটিকাটা বন্ধে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ২৭ আগস্ট (বুধবার) রাত১২ টার পারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড তন্ময় হালদার।
অভিযানকালে নদী থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে মাটি ও বালু মহাল ব্যবস্থাপনা আইন, ২০১০(ক)ধারা অনুযায়ী তাদের মোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। তাই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই অভিযানের সহায়তা করে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজ বলেন, নদীর প্রকৃতি রক্ষায় এই ধরনের অবৈধ মাটিকাটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এ-ই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত করার দাবি জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩