প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:৩৪ এ.এম
আসবে গভীর ঘুম

-- শামছুল হক শামীম
সবকিছু তো থেমে যাবে
আসবে গভীর ঘুম,
চতুর্দিকে যাবে পড়ে
কান্নাকাটির ধুম।
কত জনে আসবে ছুটে
করবে কত কাজ,
গোসল দিবে আতর দিবে
দিবে নতুন সাজ।
রঙিন ভুবন ছেড়ে হবো
নিথর দেহের শব,
আপন তখন কেউ রবে না
থাকবে শুধু রব।
সেই ঘুমেরই শেষ হবে না
ওরে পাগল মন,
কোনো কাজেই আসবে না গো
অবৈধ সব ধন।
একবার ভাবো জীবন নদীর
থামবে কিন্ত ঢেউ,
কবর হতে ডাকবে কতো
শুনবে নাতো কেউ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩