
জোয়ান শক্ত সামর্থবান আমিও দুর্বল হয়ে যাবো,
অভেদ্য মজবুত আমিটাও ভেঙে লান্ড ভন্ড হবো।
লুকিয়ে কাঁদা আমি একদিন ফুঁপিয়ে কাঁদবো,
কথা হজম করা কথার আঘাতেই ছিন্নভিন্ন হবো।
হার না মানা আমি অভিমানে পালাবো,
ভুবন ভুলানো হাসিটা বেমালুম ভুলে যাবো।
নিজেকে সুখী ভাবা আমি একদিন না থাকার ফরিয়াদ করবো।
বেশী না চাওয়া আমিটাই না পাওয়ার যন্ত্রণায় ছটফটাবো,
চিরসবুজ দেখা আমিই মরুময়তার শূন্যতায় ধুঁকব।
জীবনটাকে উপভোগ করা আমিই হয়তো
পালিয়ে বাঁচতে চাবো,
মৃত্যুর কাছে অবলিলায় হেরে যাবো।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩