
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ১৬ সেপ্টেম্বর (সোমবার) আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে।
গাছ বিতরণের পাশাপাশি (ইউএনও) আশরাফুল আলম রাসেল শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং তাদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে গাছ লাগানো ও যত্ন নেওয়ার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশরাফুল আলম রাসেল। আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফা বেগম,আহমদ নগর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন,"বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বিশেষ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই বৃক্ষরোপণে অভ্যস্ত হতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩