
বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার মূলহোতা মোঃ রুবেল আলী (৪২) কে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী।
র্যাব সূত্রে জানা যায়, রুবেল আলী নাটোর জেলার লালপুর উপজেলার চকশোভ (হঠাৎপাড়া) গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারীবাগান এলাকার শফিকুল ইসলামের ভাড়া বাড়ি (হোল্ডিং নং-৫২) তে বসবাস করছিলেন।
অভিযোগে জানা যায়, রুবেল আলী ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল আলী অপরাধের বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানিয়েছে, সমাজে ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
➡️ র্যাব-৫ এর আহ্বান: মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিয়ে পাশে থাকুন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩