
সিরাজগঞ্জের তাড়াশে মানবতার আহবান নামে কর্মসূচি স্থাপন। তাড়াশ পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে ৬টি দোকানে ,ক্ষুধার্ত অসহায় ব্যক্তিদের জন্য, বিনামূল্যে কিছু শুকনো খাবার ঝুড়িতে রেখে মানবতার দৃষ্টি স্থাপন করেন, ইমরান হাসান সজিব নামের ব্যক্তি।
জানা যায় তাড়াশ পৌর এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে তাড়াশ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমরান হাসান সজিবের নেতৃত্বে। ছাত্রদলের কিছু নেতা কর্মী ও শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করেন। আরো জানা যায় যে ইমরান হাসান সজীব পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছোট। পড়াশোনার পাশাপাশি তাড়াশ উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদ বহন করেন এবং খরচ চালাতে টিউশনি করেন তিনি। তারই ধারাবাহিকতায় টিউশনির টাকা বাঁচিয়ে তাড়শ পৌর এলাকার ৬ টি দোকানে ঝুড়িতে কিছু শুকনো খাবার রেখে মানবতার দৃষ্টি স্থাপন করেন। দোকানের স্থান তাড়াশ বাস স্ট্যান্ড, তাড়াশ প্রেসক্লাব চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, তাড়াশ থানা গেটের সামনে, যেখান থেকে অসহায় দরিদ্র ক্ষুধার্ত মানুষ বিনামূল্যে এই শুকনো খাবার গুলি নিয়ে খেতে পারবেন।
এ বিষয়ে মোঃ ইমরান হাসান সজীব জানান।
মানব সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে আমাদের। বর্তমান দেশের এ ক্রান্তিলগ্নে অস্থিতিকর পরিবেশে যখন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিরাপত্তাহীনতায় ছিলো তখন আমি আমার বড় ভাই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক শেখসাদী সোহাগ এর পরামর্শে টানা ১১ রাত তাড়াশে সবগুলো মন্দির, বাজার, সরকারি ভবন পাহারা দেই ও তাদের নিরাপত্তার ব্যাবস্থা করি। এভাবেই সমাজের জন্য, সমাজের মানুষের জন্য ভালো হয় এমন কাজ গুলো করে যাওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমার, টিউশানির টাকা জমিয়ে ছোট ভাইদের সাথে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করি। আমি আহবান জানাই তাড়াশের স্বাবলম্বী মানুষদের প্রতি, আপনাদের চা-নাস্তার খরচ থেকে সামান্য কিছু খরচ বাঁচিয়ে সামান্য কিছু খাবার এই ঝুড়িতে রেখে যাবেন, যেন আপনার উছিলায় অসহায় মানুষ খেতে পারে। সব শেষে আমার এই অতিক্ষুদ্র কাজের মাধ্যমে আহবান জানাই, দেশ গঠনে দলীয় বা গ্রুপিং নিন্দা চার্চার প্রতিযোগীতা বাদ দিয়ে আমরা ভালো কাজের প্রতিযোগীতা করলে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩