
ক্ষুদে কবির সন্ধানে-
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়, কুমিল্লা কবি পরিষদের সৃজনশীল আয়োজন।
কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা কবি আর মজিবের পরিচালনা ও সঞ্চালনায়।
কুমিল্লা, ২১ সেপ্টেম্বর, — কুমিল্লা কবি পরিষদ কর্তৃক আয়োজিত “ক্ষুদে কবির সন্ধানে” কার্যক্রম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয় এবং শীষপুর হাজী রাজা মিয়া উচ্চ বিদ্যালয়ে- সকাল ১১-ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকার মধ্যে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
দুটি বিদ্যালয়ের ২৪ ও ৪৬ মোট- ৭০ জন শিক্ষার্থী স্বরচিত কবিতা লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিচারকার্য শেষে তিনজন শিক্ষার্থীকে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান করে দুটি স্কুল থেকে মোট- ০৬ জন নির্ধারন করা হয়। বিজয়ীদের জন্য সম্মাননা স্মারক, মেডেল ও কলম বিতরণ করা হয়।
কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং কুমিল্লা কবি পরিষদের কার্যকরী কমিটির সদস্য ও পরিচালকগন।
অনুষ্ঠানে কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ নাসির উদ্দীন, কবি শাকিল সরকার, কবি শহিদুর রহমান, কবি আফরোজ আফরিন, কবি তাসনিম মীম, কবি জান্নাতুল ফেরদৌস, কবি খাদিজা আক্তার সহ আরও অনেকে।
আয়োজকরা জানান, “ক্ষুদে কবির সন্ধানে” কার্যক্রমের মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোই মূল উদ্দেশ্য। তারা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩