
গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) গাছা মসজিদ রোড মার্কেটে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার, কার্যকরী সভাপতি শ্রমিকদল কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক।
সভায় সভাপতিত্ব করেন গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং সঞ্চালনা করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আরাফাত হোসেন, সাবেক সভাপতি, টঙ্গি পূর্ব থানা বিএনপি
জসিম উদ্দিন দেওয়ান
ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস আলী
এস এম রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক
রাজু আহমেদ শাহিন
মাহফুজুর রহমান
ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম
মির্জা শফিকুল ইসলাম শফিক
আক্তারুজ্জামান বাবুল, প্রধান সমন্বয়ক বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক সংগঠন
মোমিনুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক, গাজীপুর মহানগর ছাত্রদল
এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ্ব সালাহ্ উদ্দিন সরকার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি জনগণের আন্দোলন।”
সভাপতির বক্তব্যে আসাদুজ্জামান আসাদ বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশকে সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আগামী নির্বাচন গণমানুষের আন্দোলনের ফসল হতে হবে।”
সভায় ইঞ্জিনিয়ার ইদ্রিস খান বলেন, “তরুণ প্রজন্মকে এই আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। কারণ তারাই গণতন্ত্র রক্ষার মূল শক্তি।”
আরাফাত হোসেন তার বক্তব্যে বলেন, “জনগণের সাথে আমাদের সরাসরি সংযোগ বাড়াতে হবে। মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় গিয়ে মানুষকে সংগঠিত করতে হবে।”
আলোচনা সভায় বক্তারা একবাক্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩