

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে খোরশেদ আলম (৫৫)-এর কুঠারাঘাতে গুরুতর আহত হয়েছেন তার মা ওমেছা বেওয়া (৮০)। তিনি উপজেলার ধানশাইল গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯সেপ্টেম্বর) সকালে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ছেলে খোরশেদ তার মা ওমেছা বেওয়াকে ধারালো কুঠার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতাল থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সোমবার রাতেই ঘাতক ছেলে খোরশেদকে পুলিশ আটক করে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলছিল। তারই জের ধরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পাওয়ার পরপরই উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘাতক খোরশেদকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশক ও সম্পাদকঃ সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
সহ সম্পাদকঃ মোঃ ফরিদ হোসেন বার্তা বিভাগঃ জিয়াউল ইসলাম জিয়া
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩